সেবা প্রদানকারী অফিসের নাম |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী |
সেবা প্রাপ্তির স্থান |
প্রয়োজনীয় সময়
|
|
জেলা আনসার ও ভিডিপি কার্যালয় |
জেলা কমান্ড্যান্ট |
জেলা আনসার ও ভিডিপি কার্যালয় |
১০দিন |
|
সেবা প্রদানের সংক্ষিপ্ত বিবরণ |
প্রত্যয়ন পত্রের জন্য আনসার ভিডিপি সদস্যদের জেলা কমান্ড্যান্টের নিকট আবেদন দাখিল করতে হয়। জেলা কমান্ড্যান্ট প্রাপ্ত আবেদন যাচাই করার জন্য সংশ্লিষ্ট উপজেলা আনসার ও ভিডিপি অফিসারের (ইউএভিডিও) নিকট প্রেরণ করেন। ইউএভিডিপিও প্রাপ্ত আবেদনের সঠিকতা যাচাই করে জেলাতে মতামত/প্রতিবেদন প্রেরণ করেন। প্রাপ্ত মতামত/ প্রতিবেদনের ভিত্তিতে জেলা কমান্ড্যান্ট প্রত্যায়ন পত্র প্রদান করেন এবং জেলা থেকে আবেদনকারীগণ তা সংগ্রহ করে থাকেন। |
|||
সেবা প্রাপ্তির শর্তাবলি |
কেবল আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের এ সেবা প্রদান করা হয়
|
|||
প্রয়োজনীয় কাগজপত্র |
১। প্রত্যয়ন পত্রের জন্য আবেদন ২। মৌলিক প্রশিক্ষণ সনদ (প্রযোজ্য ক্ষেত্রে) |
|||
প্রয়োজনীয় ফি/ট্যাক্স/আনুষঙ্গিক খরচ |
বিনামূল্যে
|
|||
সংশ্লিষ্ট আইন-কানুন/বিধি-বিধান/নীতিমালা |
১. আনসার বাহিনী আইন, ১৯৯৫ ২. গ্রাম প্রতিরক্ষা দল আইন, ১৯৯৫
|
|||
নির্দিষ্ট সেবাপেতে ব্যর্থ হলে পরবর্তী প্রতিকারকারী কর্মকর্তা |
১। রেঞ্জ/সদর দপ্তরে লিখিত অভিযোগ দাখিল |
|||
প্রত্যয়ন পত্র প্রাপ্তির ক্ষেত্রে অসুবিধাসমূহ |
ক) নাগরিক পর্যায় |
১। অনলাইনে প্রত্যয়ন পত্র না পাওয়ায় স্বাভাবিক অসুবিধা হয় |
||
খ) সরকারি পর্যায় |
১। আনসার ও ভিডিপি সদস্যদের পুর্ণাঙ্গ কোন ডাটাবেজ নেই
|
|||
বিবিধ/অন্যান্য |
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস